বালাগঞ্জে হযরত শাহজালাল রহঃ লতিফিয়া মাদ্রাসার দারুল ক্বিরাতের সমাপনী অনুষ্টান সম্পন্ন

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি ::সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে, হযরত শাহজালাল রহঃ লতিফিয়া মাদ্রাসা শাখায়, দারুল ক্বিরাতের সমাপনী অনুষ্টান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বালাগঞ্জ হযরত শাহজালাল রহঃ লতিফিয়া মাদ্রাসায় হল রুমে
আয়োজিত সমাপনী অনুষ্টানে মাদ্রাসার প্রধান কারী মাওলানা শ,ম,জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর পরিচালানায় অনুষ্ঠিত সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বালাগঞ্জ ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুল গফুর খালিছাদার,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দারুল ক্বিরাত পরিচালনা কমিটির বালাগঞ্জ উপজেলার অফিস সহ কারী,সিরাজুল ইসলাম : বিশিষ্ট সমাজ সেবক, কবির আহমদ, মো:নাজিম মিয়া, আল ইসলাহর বালাগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক হাফিজ আবুল কালাম
উপস্থিত ছিলেন, সহ কারী শাকিল ইননে খায়ের,হাফিজ কারি শেখ মোঃ সাইদুল ইসলাম, হাফিজ জুবায়ের আহমদ প্রমূখ।পবিত্র কোরআন থেকে তেলায়ত করেম আদিল আহমদ,ইসলামি সংগীত পরিবেশম করেন বুশরা আহমেদ মিরা,
শানে ফুলতলি পরিনেশন করেন মারজান আহমদ চৌধুরী, সমাপনী অনুষ্টানে ফলাফল ঘোষনা করে, প্রতিযোগীতা অনুষ্ঠানের পুরস্কার বিতরন,
দারুল কিরাত আরো প্রগতিশীল করা হবে এবং মাদ্রাসাকে একটি পূর্ণাংগ আলিয়া মাদ্রাসায় পরিনত করা হবে,ও মিলাদ ও দু’আর মধ্য দিয়ে শেষ হওয়া অনুষ্টানে মাদরাসার দাতা সদস্য, দানশীল ব্যক্তিবর্গ ও এলাকার মুর্দাগনের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।