ঢাকা | এপ্রিল ২৪, ২০২৫ - ৩:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, April 10, 2025 - 3:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার

পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুর-রংপুর মহাসড়কে ট্রাক্টরেরর চাকায় পিষ্ট হয়ে মো: রিয়ায়েদ হক (বাঁধন) (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু এবং তার ছোট ভাই প্লাবন শাহ গুরুতর আহত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) আনুমানিক সকাল সাড়ে ৯ টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের দিনাজপুর-রংপুর মহাসড়কে মেসার্স স্মিতা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মো: রিয়ায়েদ হক (বাঁধন) (৩৫) উপজেলার সাতনালা ইউনিয়নের জোত সাতনালা গ্রামের হক শাহ পাড়ার মোঃ নাজমুল হক শাহর ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, মো: রিয়ায়েদ হক (বাঁধন) (৩৫) তার ছোট ভাই প্লাবন শাহকে সঙ্গে নিয়ে মোটর সাইকেল যোগে নিলফামারীর সৈয়দপুরে ইকু পেপারস মিলে যাওয়ার পথে ওই স্থানে পৌঁছলে একটি ডাম্পট্রাক মোটর সাইকেলটিকে সজোরে ধাঁক্কা দেয়। এতে তারা ছিটকে মহাসড়কে পড়ে যায়। এসময় বিপরিত থেকে একটি দ্রুতগামী বালুবাহি ট্রাক্টর মো: রিয়ায়েদ হক (বাঁধন) (৩৫) কে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ট্রাক্টর চালক ট্রাক্টরটি রেখে পালিয়ে যায়।

দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হলেও ট্রাক্টর চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে”।

Proudly Designed by: Softs Cloud