ঢাকা | এপ্রিল ২৬, ২০২৫ - ১১:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, April 13, 2025 - 12:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

আরিফ রববানী ময়মনসিংহ:ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে সকলের সাথে কাজ করার আশা ব্যক্ত করেন। তিনি আরো বলেন, সকলে সম্মিলিতভাবে যদি প্রচেষ্টা চালাই ইনশাআল্লাহ আমরা ময়মনসিংহ জেলাকে ভালো জেলায় রূপান্তর করতে সক্ষম হব।

সভায় ময়মনসিংহ জেলা পুলিশ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
#

Proudly Designed by: Softs Cloud