কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে জেলা দক্ষিন ডিবির বিশেষ অভিযানের একহাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার হয়েছে দুজন।
গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ টিটু (৪১),মোঃ ফজলে হোসেন রাব্বি (২১)। ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান,ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান মহোদয়ের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সাইদুল ইসলাম (অফিসার ইনচার্জ) ডিবি (দক্ষিন) এর নেতৃত্বে উপ-পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঢাকা জেলা ডিবি (দক্ষিন) এর একটি চৌকস ডিবি টিম, দক্ষিন কেরানীগঞ্জ থানার হাসনাবাদ বসুন্ধরা
এলাকায় শনিবার গভীর রাতে অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী টিটু ও ফজলে হোসেন রাব্বিকে একহাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত টিটুর বাবার নাম মৃত আলাবক্স সরদার। বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার বড় কালিনগর গ্রামে। আর ফজলে হোসেন রাব্বির বাবার নাম মোঃ ইমাম হোসেন। তার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া গ্রামে।