মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে সকলকে এগিয়ে আসতে হবে ওসি শফিকুল ইসলাম খান

মোঃ আরিফ রববানী ময়মনসিংহ: ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান বলেছেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, ও চাঁদাবাজি নির্মূল করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, আমরা একটি নতুন বাংলাদেশে রয়েছি। আসুন সবাই মিলে দেশকে ভালো বেসে আরও এগিয়ে নিয়ে যাই।
রবিবার (১৩ এপ্রিল) দুপুরে কোতোয়ালি মডেল থানার আয়োজনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ১১ নং ওয়ার্ডে এলাকার মাদক, জুয়া, চুরি, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষে তাদের সচেতন করতে আয়োজিত এক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওসি শফিকুল ইসলাম খান বলেন, সমাজকে ভালো রাখতে মাদক, জুয়া, চুরি, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন ইভটিজিং ও বাল্য বিবাহ সহ যে কোন অপরাধ নির্মুল করতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। জনগণকে অপরাধীর বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করার আহবান জানিয়ে তিনি পরামর্শ দিয়ে বলেন-আপনারা প্রতিটি এলাকায় একটি করে কমিটি করেন। যে কমিটিতে নবীন প্রবীন সবাই থাকবে। যেখানেই মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও ছিনতাই হবে সেখানেই প্রতিরোধ করবেন। তবে কাউকে মেরে ফেলবেন না। আমরা সব সময় আপনাদের পাশে আছি। অন্যায় কারীকে আইনের মাধ্যমে শাস্তি দিবেন। দুষ্কৃতিকারীকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন।
তিনি আরো বলেন, আমরা আপনাদের সেবা করতে এসেছি। যে কোন অপরাধ নির্মুলে অপরাধীকে আইনের আওতায় নিতে যতরাত হোক আপনারা আমাদেরকে ফোন দিবেন। আমরা সব সময় প্রস্তুত আপনাদের সেবা দেওয়ার জন্য। আমরা জনগণের বন্ধু হিসেবে কাজ করতে চাই। বন্ধুর মত পাশে থাকতেই মাদক, জুয়া, চুরি, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনতা মূলক প্রতিনিয়ন উঠান বৈঠক করছি । এ সময় ১১নং ওয়ার্ডে নওমহল এলাকায় গুণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।