ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:০০ অপরাহ্ন

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কুলাউড়ায় নৌকা পেলেন অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 19, 2020 - 2:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 109 বার

সেলিম আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ ১৮ তারিখ শুক্রবার কুলাউড়া পৌরভার মেয়র পদে অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চূড়ান্ত ঘোষনা কর হয় । অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত । বাংলাদেশ ছাত্রলীগ কুলাউড়া উপজেলার সাবেক আহবায়ক ছিলেন ও মৌলভীবাজার জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন , বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক । বর্তমান আওয়ামীলীগ সরকার বিরোধী দলে থাকাকালে বিএনপি সরকারের আমলে সন্ত্রাসী হামলা ও মামলার শিকার হয়েছিলেন অধ্যক্ষ সিপার উদিন আহমদ ।

গত ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার বিকাল ৪:০০ মিনিটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি । সভার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদকে কুলাউড়া পৌরসভার মেয়র প্রার্থী নৌকার কান্ডারি হিসাবে মনোনীত করা হয় ।

এদিকে কুলাউড়া পৌরসভার মেয়র প্রার্থী আওয়ামীলীগ থেকে আরো দুইজন প্রার্থীর নাম আওয়ামীলীগের কেন্দ্রে দেয়া হয়েছিল তারা হলেন বর্তমান মেয়র শফিউল আলম ইউনুস মোহালদার । তিনি গত নির্বাচনে আওয়ামীলীগের নৌকা না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে পৌরসভার নির্বাচনে জয়ী হয়েছিলেন , এই বার তিনিও আওয়ামীলীগ থেকে প্রার্থী হয়েছিলেন কিন্তু এই বারাও শফিউল আলম ইউনুসের। ভাগ্যে জোটেনি।, তবে এই নির্বাচনে নৌকা প্রতীক না পাওয়ায় আবার তিনি বিদ্রোহী প্রার্থী হবেন কি না এখন পর্যন্ত জানাযায়নি ।

অন্যদিকে হঠাৎ করে আরেক প্রভাবশালী আওয়ামীলীগ নেতা শফি আলম তিনি ঘোষণা দেন কুলাউড়ার পৌরসভার মেয়র প্রার্থী । কিন্ত হঠাৎ সফি আলমের এই ঘোষনায় স্তব্ধ হয়েযায় কুলাউড়া পৌরবাসী কে হবে কুলাউড়া পৌর পিতা অধ্যক্ষ সিপার উদ্দিন, শফিউল আলম ইউনুস ও সফি আলম । গত ১৮ তারিখ শুক্রবার স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি তিনজনের সকল রাজনৈতিক কর্মকান্ড যাচাই বাছাই করে কেন্দ্রীয় আওয়ামীলীগের সিদ্ধান্ত অনুযায়ী সকল জল্পনাকল্পনা কাটিয়ে অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদকে নৌকার কান্ডারি হিসাবে কুলাউড়া পৌর মেয়র প্রার্থী ঘোষণা করা হয় ।