ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিনা প্রযুক্তি পরিচিতি প্রশিক্ষন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 19, 2020 - 7:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 379 বার

আরিফ রববানী, ময়মনসিংহ থেকে ঃ ময়মনসিংহে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে বিনা প্রযুক্তি পরিচিতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। 

১৯ ডিসেম্বর শনিবার সকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনা’র আয়োজনে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলামের সভাপতিত্বে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া অডিটোরিয়ামে আয়োজিত কর্মসূচিতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিনা বোর্ড অব ম্যানেজমেন্টের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। তিনি বলেন প্রধান মন্ত্রীর নির্দেশ অনুযায়ী ১ ইঞ্চি জমি অনাবাদি থাকবে না এবং একজন মানুষও না খেয়ে থাকবে না।

বিনার এই ব্যাপক কার্যক্রম জনগনকে অবহিত করা ও প্রান্তিক কৃষকগন সর্বোচ্চ সুবিধা পেতেপারে এবং লাভবান হতে পারে এই জন্য গণমাধ্যম কর্মীদের নিয়ে আজকের এই প্রশিক্ষন কর্মশালা।

বিনার ডিজি মোফাজ্জল ইসলাম বলেন অতিবৃষ্টি, অনাবৃষ্টি এবং বন্যা এই চ্যলেঞ্জ মোকাবেলা করে বিনা নতুন নতুন ফসল উদ্ভাবন করে যাচ্ছে।তিনি নিজে গবেষণা চালিয়ে লবনাক্ত পানি সমুদ্র সৈকতে ধান ফলাতে সক্ষম হয়েছেন।

বন্যা হয়েছে, ফসল ফলাতে দেরী হয়েছে এই জন্য বিনা -১৪ সহ বিভিন্ন রকম ধান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী ৫০ বছরে বিনার কার্যক্রম কি হবে তা নিয়ে বিনা কাজ করছে।আদর্শজাত উদ্ভাবন করতে চাই যার মধ্যে পুষ্টি থাকবে,ফলন বেশী হবে,রোগবালাই মুক্ত স্বাদযুক্ত সমস্ত গুনাগুন আপনি যা চাচ্ছেন এবং বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করাযায় তা নিয়ে বিনা কজ করছে। এসময় বিনা’র পরিচালক ডক্টর
হোসনেয়ারা বেগম, ডক্টর জাহাঙ্গীর আলম, ডক্টর আবুল কালাম আজাদ, ময়মনসিংহ
প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ
উপস্থিত ছিলেন।