ত্রিশালে মেয়র আনিছের সমর্থনে ব্যবসায়ীদের সভায় জনতার ঢল
আরিফ রববানী, ময়মনসিংহ থেকে : মানসিংহের ত্রিশালে আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামানের সমর্থনে ঐক্যবদ্ধ হয়ে উঠেছে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিকসহ সর্বস্তরের ব্যক্তিবর্গরা।
ত্রিশাল পৌরসভার মেধাবী এই উন্নয়নের কারিগর কে আবারও তৃতীয়বারের মতো নির্বাচিত করতে তীব্র শীতের কনকনে ঠাণ্ডা আবহাওয়া কে উপেক্ষা করে মেয়র আনিছের সমর্থনে পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় সভা করে যাচ্ছেন পৌর এলাকার বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা। সেই ধারাবাহিকতায় শনিবার ১৯ শে ডিসেম্বর রাত ৮ঃ৩০ ঘটিকায় ত্রিশাল পৌর শহরের প্রধান ব্যবসায়ী এলাকা মোদক পট্টিতে ব্যাবসায়ীদের আয়োজনে আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মতবিনিময় সভা অনুষ্ঠিত হলে সভায় ব্যবসায়ীরা বলেন- ত্রিশালের শতভাগ উন্নয়ন নিশ্চিত করণে ও সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ত্রিশাল পৌর এলাকা বাস্তবায়নে “প্রতীক” যাই থাকুক, তারা ত্রিশালের মেয়র পদে আনিছকে আবারো নির্বাচিত করতে ঐক্যবদ্ধ। ত্রিশালের উন্নয়নকে শতভাগ সম্পন্ন করার লক্ষে আবারো মেয়র আনিছকে তৃতীয়বারের মতো নির্বাচিত করতে পৌরবাসীর প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। সভায় ব্যবসায়ীদের সাথে ঐক্যমত পোষণ করে সকল পেশাশ্রেণীর মানুষের উপস্থিতিতে মতবিনিময় সভা জনসভায় পরিণত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে পৌরবাসীর দোয়া ও সহযোগীতা কামনা করে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব এ বি এম আনিছুজ্জামান আনিছ।
ত্রিশাল উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন,ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আবুল কালাম,ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ও ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল বারী, বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল আজিজ, বিশিষ্ট ক্রীড়াবিদ মশিউর রহমান দ্বিপক, ত্রিশাল বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সভাপতি হারুন অর রশিদ, আলহাজ্ব আব্দুল লতিফ মাষ্টার,সাবেক কাউন্সিলর শ্রী শংকর রায়,ত্রিশাল বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ত্রিশাল প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা সরকার, ৩নং ওয়ার্ড কাউন্সিলর এ বি সিদ্দিক শাহজাহান,২নং ওয়ার্ড কাউন্সিলর রশেদুল হাসান বিপ্লব, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান নাসিম, ১নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম সেলিম,শিক্ষক আজহারুল ইসলাম।ত্রিশাল বাজার ব্যাবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন,তোফাজ্জল হোসেন, ইজারাদার মোতাহার হোসেন, সারোয়ার জাহান শামীম,আলহাজ্ব খলিলুর রহমান শামীম, ডাঃ মোঃ গোলাম মোস্তফা, আলহাজ্ব সিরাজুল ইসলাম, আনিসুর রহমান, সাইফুল ইসলাম তোতা, রুহুল আমীন, আনোয়ার সাদাত মন্জু, ঠিকাদার শওকত আলী লাভলু প্রমূখ।