র্যাব-৯ এর অভিযানে ৭০১ পিস ইয়াবা ও নগদ ৫৬,৫৮৫/-টাকা সহ গ্রেফতার-০১
মোঃইমরান হোসেন, স্টাফ রিপোর্টার : র্যাব-৯ সিপিসি-২(শ্রীমঙ্গল ক্যাম্প)এর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন আল-আমিন হোটেলের সামনে থেকে ৭০১ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৫৬,৫৮৫/-টাকা সহ গ্রেফতার-১০।
গতকাল শনিবার (১৯শে ডিসেম্বর) রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি অভিযানিক চৌকস দল কোম্পানি কমান্ডারের নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার নোয়াপাড়া ইউনিয়নের আল-আমিন ফুডস ফেয়ার হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে থেকে ৭০১ পিস ইয়াবা, ০১ টি মোটর সাইকেল ও নগদ-৫৬,৫৮৫/- টাকা সহ অভিযুক্ত মোঃরতন মিয়া (৩২), পিতা-মৃত জারু মিয়া, গ্রাম-মধ্য বেজুড়া, থানাঃ মাধবপুর, জেলাঃ হবিগঞ্জ কে গ্রেফতার করেন।
এ বিষয়ে মুঠোফোনে শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর কাছে জানতে চাইলে তিনি আমাদের বলেন, আমরা এমন সংবাদের ভিত্তিতে আমাদের একটি অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এবং সেই সাথে আমি আশাকরি আপনারাও যদি আমাদেরকে এভাবে তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে আমরা সবসময়ই দেশ ও জনগণের কল্যাণে পদক্ষেপ নিতে পিছপা হব না ইনশাআল্লাহ।
উল্লেখিত ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আলামত সহ আসামীদেরকে সংশ্লিষ্ঠ থানায় প্রেরন করেন।