কলাপাড়ায় স্লুইজ থেকে লবন পানি প্রবেশ করায় বোরো চাষে ক্ষতির মুখে দুই শতাধিক কৃষক
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব গৈয়াতলা গ্রামের ৪৬ নং পোল্ডারের স্লুইজগেট থেকে লবণ পানি প্রবেশ করায় বোরো মৌসুমের চাষকৃত নীলগঞ্জ ইউনিয়নের কয়েক হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে যাওয়ায় সংকায় রয়েছে স্থানীয় কৃষকরা।
১৯ ডিসেম্বর শনিবার বেলা ১০ টায় বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার সদস্যরা স্লুইজগেট অভিমুখে একত্রিত হয়ে মৌন প্রতিবাদ জানান। কৃষকরা বলেন নীলগঞ্জ ইউনিয়নের একটি স্লুইজের কপাটও ঠিক নেই। প্রতিটি স্লুইজ থেকে লবণ পানি প্রবেশ করে বোরো মৌসুম সহ আমন মৌসুমের ফসলি জমি প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। কৃষকরা বলেন পুর্ব গইয়াতলা স্লুইজের কপাট না থাকার কারনে লবন পানি ঠেকাতে তারা নিজেদের অর্থায়নে কাঠের পাটাতন দিয়ে কপাট নির্মান করেন। কিন্তু কতিপয় মাছ শিকারী দুর্বৃত্তরা রাতের আধারে কাঠের পাটাতন সরিয়ে লবন পানি উঠিয়ে মাছ শিকার করে। তাই কৃষকদের বোরো চাষে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। এবিষয়ে স্লুইজ কমিটির সভাপতি মোঃ শাহজাহান শিকদার অভিযোগ করে বলেন আলাউদ্দিন শিকদার, কুদ্দুস গাজী, দেলোয়ার গাজী এরা মিলে এই স্লুইজে মাছ ধরে এবং লবন পানি উঠিয়ে কৃষকদের ক্ষতি করে।
এবিষয়ে অভিযুক্ত আলাউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বিকার করেন। তিনি বলেন আমি কৃষকের পক্ষে, কৃষকের ক্ষতি হয় এমন কাজে আমি সম্পৃক্ত নই। স্লুইজ থাকবে উম্মুক্ত এ ব্যাপারে আমি কৃষকদের সহযোগীতা করবো।
কৃষকদের দাবি কপাট গুলো যাতে লোহার লাগানো হয় এবং কতিপয় স্বার্থান্ন্যাশী মাছ শিকারী যাতে লবন পানি ওঠাতে না পারে সেই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনকে কৃষকদের স্বার্থ রক্ষার জন্য ব্যাবস্থা নেয়ার জোরালো আহ্বান জানিয়েছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপজেলা প্রকৌশলী খান মোঃ ওলিউজ্জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন প্রতি বছর স্লইজ সংস্কারের জন্য বরাদ্ধ চাই কিন্তু বরাদ্ধ পাই না। তাই বরাদ্ধ পেলেই দ্রুত সংস্কার করা হবে। তিনি আরও বলেন পরিদর্শন করে কোন ধরনের সহযোগিতা করা সম্ভব হলে করবো।