ময়মনসিংহে গৃহনির্মাণ কাজের পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক
আরিফ রববানী, ময়মনসিংহ : আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্য বাস্তবায়নে ময়মনসিংহের সদর ও ফুলবাড়িয়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বরাদ্ধকৃত ‘ক’ শ্রেণির গৃহহীন ও ভূমিহীন পরিবারদের জন্য গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আয়েশা হক । সোমবার দুপুরে সদর উপজেলাসহ পাশ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নেরও ভূমিহীন দের জন্য নির্মিত পাকা ঘর নির্মাণ কাজের গুণগত মান ও স্বচ্ছতা পরিদর্শন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ( এডিএম) আয়েশা হক।
পরিদর্শনকালে গৃহনির্মানের জন্য নির্বাচিত জমি, ভূমিহীন পরিবার ও নির্মাণ কাজে ব্যবহৃত ইট, বালি, সিমেন্টসহ সরঞ্জামাদির তদারকি ছাড়াও তিনি ভূক্তভোগী ভূমিহীন পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন। সাথে সাথে কাজের গুণগত মান যেন ঠিক থাকে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে পরামর্শ ও তাগিদ প্রদান করেন।
এসময় তিনি সমাজের অবস্থাসম্পন্ন ব্যক্তিদের অসহায় এসব গৃহহীন মানুষের কল্যাণে এগিয়ে আসতে সরকারের পক্ষ থেকে আহবান জানিয়ে বলেন- সমাজে যারা বিত্তবান রয়েছে তারা যদি অন্তত একটি করে বাড়ি অসহায় পরিবারের জন্য নির্মাণ করে দেন, তবে মুজিব শতবর্ষে দেশে যেমন একটি পরিবারও গৃহহীন থাকবে না, তেমনি সবাই মিলে আমরা নির্মাণ করব এক মানবিক সোনার বাংলা।’ তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ হওয়ার পরও সরকারের পক্ষ থেকে এ দেশের সব ভূমিহীন ও গৃহহীনদের বাসস্থান নিশ্চিত করার কার্যক্রম চলমান রয়েছে।
এসময় সাথে ছিলেন সহকারী কমিশনার ভূমি দিলরুবা ইসলাম ও সংশ্লিষ্ট উপকারভোগী নিজে, তহসিলদার, ইউনিয়ন পরিষদ এর সচিব উপস্থিত ছিলেন।