ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৫:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহ সদরে আশ্রয়ণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 23, 2020 - 4:53 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 110 বার

আরিফ রববানী, ময়মনসিংহ : আশ্রয়ানের অধিকার শেখ হাসিনার উপহার “এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের সদর উপজেলার ২১০টি আশ্রয়ান প্রকল্পের নির্মানাধীন কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রী গরীব ছিন্নমুল মানুষদের জন্য সারাদেশেই গৃহনির্মাণ করে দেওয়ার প্রকল্প হাতে নিয়েছেন,এই প্রকল্পের আওতায় ময়মনসিংহ সদর উপজেলাতেও ২১০টা ঘর বরাদ্ধ দেওয়া হয়েছে। এর ফলে মাথা গোজার ঠাই পেয়েছে উপজেলার ২১০ টি অসহায় পরিবার।

হতদরিদ্র ছিন্নমুল মানুষদের জন্য প্রধানমন্ত্রীর এসব ঘরের নির্মাণ কাজের গুণগত মানের যাচাইয়ে নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন”প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক -৫ আল মামুন মুর্শেদ। বুধবার তিনি উপজেলা বিভিন্ন স্থানে নির্মাধীন কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ঘর প্রাপ্ত ছিনমূল অসহায় মানুষের সাথে কোশল বিনিময়ে করেন একই সাথে সরকারের দেওয়া এই গৃহগুলো যেন প্রকৃত ছিন্নমুল হতদরিদ্র ভূমিহীনদের মাঝে বিতরণ করা হয় সে লক্ষে তিনি সর্বস্তরের জনতাকে সার্বিক সহযোগিতা করার আহবান জানান

এই সময় জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইন,উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা সহ বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ এবং সংশ্লিষ্ট ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ,উপকারভোগীরা উপস্থিত ছিলেন।