ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৮:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে ভ্রাম্যমান আদালতে মাস্কের জন্য ১৩ মামলায় ৩৬৫০টাকা জরিমানা।।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 23, 2020 - 5:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 90 বার

আরিফ রববানী- ময়মনসিংহ ঃঃ ময়মনসিংহে জেলা প্রশাসকের নির্দেশনায় করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ ঝুঁকি নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি রক্ষায় কঠোর তৎপরতা বাড়িয়েছে প্রশাসন ও সিটি কর্পোরেশন। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থবিধি নিশ্চিতকরণে চলছে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান।

ময়মনসিংহ রেজিষ্ট্রি অফিসে আগত দলিল দাতা-গ্রহিতাদের মাঝে স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে
নো মাস্ক নো সার্ভিস সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর উদ্যোগে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ২২শে ডিসেম্বর বুধবার সকালে ময়মনসিংহ জেলা রেজিস্ট্রার অফিস ক্যাম্পাসসহ নগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্টেট মাইদুল ইসলাম। এ সময়ে মাস্ক না থাকায় ও স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে সাব রেজিস্ট্রার কার্যালয়ে দুইজনকে সহ ১৩মামলায় ৩হাজার ৬শত ৫০টাকা আদায় করা হয়। জরিমানা করেন।সাব রেজিস্ট্রার খন্দকার দেলোয়ার হোসেন এর সাথে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নো মাক্স নো সার্ভিস বাস্তবায়নের জন্য নির্দেশনা দেন।

উল্লেখ্য-করোনায় স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে কঠোর অবস্থানে ময়মনসিংহ জেলা প্রশাসন। তাই ঘর থেকে বাহির হলে করোনা সংক্রমন প্রতিরোধে জেলা প্রশাসকের নির্দেশনায় নিয়মিত নগরীর ধাপ, চেক পোস্ট, ক্যান্ট মোড়, মেডিকেল মোড়, বাস স্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।এ ব্যাপারে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে নিয়মিত সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি যারা স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন-জরিমানা করাটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়,আমরা এখন সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছি। কিন্তু যারা সরকারি নির্দেশনা অমান্য করে করোনা ঝুঁকি ছড়াচ্ছে তাদের আর ছাড় দেওয়া হবে না। এখন জরিমানা করা হলেও প্রয়োজনে কারাদণ্ড দেওয়া হতে পারে বলেও তিনি জানান।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক আরোও জানান-করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা মোলক প্রচার কার্যক্রমের পাশাপাশি মাস্ক না পড়লে মোবাইল কোর্টে জরিমানা আদায় হবে। তিনি জনস্বার্থে মাস্ক ব্যবহার করাসহ মোবাইল কোর্ট কে সহযোগিতা করতে সকলের প্রতি আহবান জানান।