ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে ধান ক্ষেতে বস্তা মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 26, 2020 - 5:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

রাজন আবেদীন রাজু কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে আলীনগর ইউনিয়নের ছলিমগঞ্জ বাজার এলাকা থেকে বস্তা মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে গ্রামবাসী। 

শনিবার (২৬ ডিসেম্বর) পৌণে ৩ টায় গ্রামবাসী ধান ক্ষেতে একটি বাজার ব্যাগ পড়ে থাকতে দেখেন।
পরে ব্যাগটি খুলে দেখতে পান সে ব্যাগের ভিতর মৃত একটি নবজাতকের মৃত দেহ।

ঘটনাটি শুনে কমলগঞ্জ থানা থেকে সাড়ে ৩টায় পুলিশের একটি দল নিয়ে লাশ উদ্ধারে ঘটনাস্থলে যায়। গ্রামবাসীরা বলেন, হয়তো কোন পরিবারে মৃত সন্তান জন্ম লাভ করায় লোক চক্ষুর অন্তরালে বাজার ব্যাগের ভেতরে মৃত নবজাতক রেখে ধান ক্ষেতে ফেলে ছলে গেছে। কমলগঞ্জ থানার ওসি মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।