হাইমচরে মানব কল্যাণ সংঘ এর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ
মোঃ জাহিদুল ইসলাম, হাইমচর “থাকিব ঐক্যবদ্ধ দূর করব সমাজের দারিদ্র” এই স্লোগানকে সামনে রেখে মানব কল্যাণ সংঘ এর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
চাঁদপুর হাইমচরে মানব কল্যাণ সংঘ এর উদ্যোগে ২৬ (ডিসেম্বর) শনিবার বিকেলে লামচরী ঈদগাহ জামে মসজিদ মাঠে লামচরী,পশ্চিম চর কৃষ্ণপুর, মহজমপুর এই ৩টি গ্রামে শীত বস্ত্র বিতরণ করেন।
এই সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজাপ্তী রমনি মোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক হাজী মোহাম্মদ আলী গাজী, বাংলাদেশ যুবলীগের হাইমচর শাখার আহ্বায়ক কমিটির সদস্য ও 2 নং উওর আলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ ইসমাইল হোসেন আখন্দ,হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান (রিয়াদ) কবিরাজ, ২নং উওর আলগী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড় ইউপি সদস্য মোঃ আবুল হোসেন মিজি,হাইমচর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মোঃ গাজী সুজন।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রাসেল আহমেদ, সদস্য মোঃ মোবারক গাজী,মামুন মিজি,নাজমুল হোসেন সুভ,ওসমান মৃধা, সিয়ম মিজি,মাসুদ মিজি,জুবায়ের আখন,সাকিল ঢালী প্রমুখ।