ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৮:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগরে ওয়ার্ড আ.লীগের সম্মেলন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 26, 2020 - 7:32 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 41 বার

ইসমাঈল হোসেন , রাঙ্গুনিয়া: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ১,২ এবং ৩নং ওয়ার্ড আ.লীগের ত্রি- বার্ষিক সম্মেলন শনিবার (২৭ ডিসেম্বর ) বিকেলে উপজেলার রাজারহাট সিএনজি স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ রাজানগর ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুল মাবুদ তালুকদার’র সভাপতিত্বে সভায় উদ্বোধক ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন আ.লীগের সভাপতি আবদুর রহমন তালুকদার । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার । প্রধান বক্তা ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন ।

দক্ষিণ রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী শাওয়ালের সন্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার , ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, দপ্তর সম্পাদক আবু তাহের, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাষ্টার খোরশেদ আলম তালুকদার , শ্রম বিষয়ক সম্পাদক ফারুক তালুকদার , সদস্য এ্যাডভোকেট নিখিল কুমার নাথ, আ.লীগ নেতা মাষ্টার ইসকান্দর মিয়া তালুকদার , উপজেলা কৃষকলীগ সভাপতি আবদুল মন্নান তালুকদার, বঙ্গবন্ধু প্রজম্ম লীগের সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল প্রমুখ।

সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া সম্ভাব্য বিভিন্ন পদপ্রার্থীরাও কর্মী-সমর্থকদের সাথে নিয়ে মিছিল সহকারে সম্মেলনে যোগ দেন।