ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:০১ অপরাহ্ন

কবিতা “নব বর্ষ”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 27, 2020 - 10:28 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 195 বার

সৈয়দ খিজির হায়াত।
জড়া মরা দূ:খ শোক
অপূর্ণতা যত
পুরাতন হাল খাতা
পুজ্ঞিভুত সব ব্যথা
পায়ে দলে
নূতনের আবিষ্কারে
এগুবো শতত।
ছুটব না পিছু পিছু
গড়ব এমন কিছু
নিজেও ধন্য হব
গর্বিত হবে দেশ ও জাতি
হিংসা দ্বেষ
করে নি:শেষ
হৃদয়ে ব্যথার ক্ষত
ধ্যানে ও জ্ঞানে
রেখে বাংলাদেশ মনে
সহধর্মিতা সহমর্মিতা
হোক নব বর্ষের ব্রত।
———