কালারমারছড়া নিজ এলাকায় সহাবস্থানে ফিরে ঘর বাঁধতে সংবাদ সম্মেলন
চট্টগ্রাম প্রতিনিধিঃ স্থানীয় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পনকারীরা কালারমারছড়া নিজ এলাকায় সহাবস্থানে ফিরে ঘর বাঁধতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। গত ২৩ নভেম্বর ২০১৯ইং আলোচিত সাংবাদিক আকরাম হোছাইনের মধ্যস্থতায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ও পুলিশের আইজিপি ড. জাবেদ পাটোয়ারী হাতে জলদস্যুর ৯৬জন অস্ত্র ও গোলাবারুদ জমাসহ আত্মসমর্পণ করেন।
সরকারের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতিতে আত্মসমর্পণকারী নিজ এলাকায় ফিরে স্বাভাবিক জীবনের সংশ্লিষ্ট প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকবে বলে জানান।কিন্তু ওই আত্মসমর্পনকারীদের মধ্যে মহেশখালীর কালারমারছড়া মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা আইয়ুব আলী কালারমারছড়া এক অস্থায়ি সাংবাদিকদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মোলনে বলেন,অতীব দুঃখের বিষয় আমরা জামিনে মুক্ত হয়ে স্বাভাবিক জীবন যাপন করার জন্য এলাকার নিজ বসভিটায় ফিরে ঘর বাঁধতে চাইলে স্থানীয় এক প্রভাবশালী জনপ্রতিনিধি প্রশাসনের মাধ্যমে বাঁধা দিচ্ছে। এতে চলমান আত্মসমর্পণ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে চক্রটি বলে দাবি করেন।
তিনি বলেন, সরকারীভাবে অার্থিক অনুদান পেলেও বাড়ীঘর করতে বাঁধা আসছে। তাই আমরা পরিবার পরিজন নিয়ে বেহাল অবস্থায় দিনাতিপাত করতেছি। এ অস্থায় উচ্চ পর্যায়ের প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।