ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভাঙ্গায় ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 13, 2020 - 1:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 121 বার

মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে ভাঙ্গা-মাওয়া-ঢাকা মহাসড়কের উপজেলার পুলিয়া ফ্লাইওভারের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়।
থানার উপ-পরিদর্শক মো. মানিক মিয়া জানান, সন্ধ্যায় পৌনে ৮.০০ টার দিকে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি ভাঙ্গা-মাওয়া-ঢাকা মহাসড়কের ফ্লাইওভারের নিচে এক বৃদ্ধের মরদেহ পড়ে রয়েছে। পরে ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।

তিন আরও জানান, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আগামীকাল সকালে মরদেহটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করা হবে। পরবর্তিতে রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।