গ্রিসে আবারও মানলদায় গ্রামে অগ্নিকান্ড
প্রদীপ কুমার সরকার গ্রীস ঃ ক্ষতিগ্রস্থদের মাঝে সর্ব ইউরোপিয়ান মানবাধিকার ফাউন্ডেশনের ত্রান সহয়াতা প্রদান।
গ্রিসে আবারো ইলিয়ার মারকোপোলোর অলগা গ্রাম নামক স্থানে বাংলাদেশী কৃষি শ্রমিকদের আবাসস্থলে গত বৃহ:বার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাংলাদেশী কারো হতাহত হবার খবর এখনো পাওয়া যায়নি।তবে তাদের ব্যাবহৃত সবকিছুই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। খবর শুনে সর্ব ইউরোপিয়ান মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আল আমিন ছুটেজান ঘটনাস্থলে। সাথে উপস্থিত ছিলেন এস এম ফারুক, শিশু মিয়া, জসিম উদ্দিন।
ক্ষাতিগ্রস্থ্যাদের মাঝে নগদ অর্থ, নতুন পোষাক, কম্বল, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন। শেখ আলামিন বলেন সর্ব ইউরোপিয়ান মানবাধিকার ফাউন্ডেশন সব সময় অসহায় মানুষের পাশে আছেন এবং থাকবেন।
আবাসস্থল বলতে পলিথিনের ছাউনি যাকে ফারাংগা বলা হয়। যেখানে থেকেই হাড়ভাংগা পরিশ্রম করে জিবীকা নির্বাহ করে থাকে এমন আরো পাঁচ হাজার বাংলাদেশী কৃষি শ্রমিক।
আপাততঃ মালিকের দেয়া একটি গোডাউনে সকলে মানবেতর রাত কাটানোর প্রস্তুতি নিচ্ছে। অগ্নিকান্ডের ঘটনা কিভাবে ঘটলো তা এখনো জানা যায়নি।