কখনও মাদ্রিদে যাবেন না মেসি!
খেলা ডেস্ক : সম্প্রতি লা লিগার শিরোপা খোয়ানো, উয়েফা চ্যাম্পিয়নস লিগে ২-৮ গোলের ভয়াবহ বিপর্যয় এবং শিরোপাশূন্য মৌসুম- ইউরোপিয়ান ফুটবলের ২০১৯-২০ মৌসুমটা দুঃস্বপ্নময় ছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জন্য।
এর সঙ্গে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে আসে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির ক্লাব ছাড়তে যাওয়ার ঘোষণা।
চলতি মৌসুম শুরুর আগে মেসির ক্লাব ছাড়তে চাওয়ার ইচ্ছাকে ঘিরে বেশ অস্থির অবস্থার মধ্য দিয়েই যেতে হয়েছে বার্সেলোনাকে।
একপর্যায়ে মনে হচ্ছিল, এবার ঠিকই বার্সা ছেড়ে অন্য কোনও ক্লাবে নাম লেখাবেন মেসি। তবে শেষপর্যন্ত ২০২০-২১ মৌসুমের জন্য বার্সায় থাকতে রাজি হয়েছেন তিনি।
তবে এখনও নিশ্চিত নয়, ২০২০-২১ মৌসুম শেষে আদৌ বার্সেলোনায় থাকবেন কি না তিনি। কেননা এখনও পর্যন্ত নিজের শৈশবের ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেননি মেসি। আপাতত তার ইচ্ছা, চলতি মৌসুমটা ভালোভাবে শেষ করা এবং বার্সেলোনার হয়ে শিরোপা জেতার লক্ষ্যপূরণ করা।
নতুন মৌসুমে কোথায় যেতে চান? সম্প্রতি লা সেক্সটায় দেয়া সাক্ষাৎকারে রাখা হয় এমন প্রশ্ন। উত্তরে পরিষ্কার করে কিছুই বলেননি মেসি। তবে একটি জিনিস সাফ জানিয়েছেন, বার্সেলোনা ছেড়ে মাদ্রিদের দুই ক্লাব তথা রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদে যাওয়া সম্ভব নয় তার পক্ষে।
একইসঙ্গে মেসি ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্রে নাম লেখানোর। এটিও অবশ্য সরাসরি বলেননি তিনি। মূলত যুক্তরাষ্ট্রের জীবনযাপনের অভিজ্ঞতা উপভোগের ইচ্ছার কথা জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী এ ফুটবলার। যদিও শেষপর্যন্ত মৌসুম পুরোটা খেলার দিকেই জোর দিয়েছেন তিনি।
মেসির ভাষ্য, ‘রিয়াল মাদ্রিদ বা অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য ক্লাব ছাড়া অসম্ভব আমার জন্য। আমি সবসময়ই বলেছি, যুক্তরাষ্ট্রে বসবাসের অভিজ্ঞতা উপভোগ করতে চাই আমি। কিন্তু আমি জানি না এটা হবে কি না। আমি আপাতত আগামী ছয় মাসের (মৌসুমের বাকি সময়) দিকে মনোযোগী।’
তিনি আরো যোগ করেন, ‘আমি মৌসুম শেষে কী করব, সেটা এখনই বলা ঠিক হবে না। মূলত আমি নিজেও জানি না, মৌসুম শেষে কী হবে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, দলের ভালোর কথা চিন্তা করা এবং মৌসুমের শিরোপা নিশ্চিত করা।’
মৌসুম শেষে বার্সেলোনা ছেড়ে গেলেও ক্যারিয়ার শেষে যেকোনও দায়িত্ব নিয়ে ক্লাবে ফেরার ইচ্ছার কথা জানিয়ে মেসি বলেন, ‘আমি যদি কখনও বার্সেলোনা ছেড়ে যাই, তাহলে বার্সা এবং বার্সেলোনায় ফিরে আসতে চাইব। যখন আমি অবসর নেবো, তখন নিজের জ্ঞান দিয়ে কিছু অবদান রাখার জন্য ক্লাবে ফিরতে চাইব।’
এসময় বার্সেলোনার প্রতি নিজের ভালোবাসার কথা জানাতেও ভোলেননি মেসি, ‘বার্সা আমার জীবন। আমি বার্সা এবং বার্সেলোনাকে ভালোবাসি। আমি ক্লাবের জন্য সবসময় নিজের সর্বোচ্চটা দিয়েছি। আমি এই জার্সির জন্য অনেক বেশি অনুভব করি। বার্সেলোনা আমার জীবন। আমি এই ক্লাব ও শহরে বেড়ে উঠেছি, সবকিছু এখানেই শিখেছি। এই ক্লাব আমাকে সবকিছু দিয়েছে। বার্সা এবং এই শহরের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক।’