ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:০৯ অপরাহ্ন

অবশেষে সেই পুলিশবক্স উচ্ছেদ করল ডিএনসিসি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 28, 2020 - 2:39 pm
  • পঠিত হয়েছে: 91 বার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সাইকেল লেন থেকে অবৈধ স্থাপনা অপসারণে সোমবার (২৮ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

এ সময় সম্প্রতি নির্মিত সাইকেল লেন থেকে অবশেষে সেই পুলিশবক্সসহ ভাসমান দোকান, গাড়ি পার্কিং উচ্ছেদে করা হয়।

ডিএনসিসির কারওয়ান বাজার অঞ্চলের (অঞ্চল-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

এর আগে গতকাল ওই সড়কে অবৈধ পার্কিংয়ের জন্য একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারের চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া প্রায় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলাকালে সঠিকভাবে মাস্ক পরিধান না করার অপরাধে পাঁচজনকে ৬০০ টাকা জরিমানা করা হয়।