বগুড়া ধুনট,করোনা সংক্রমণের প্রতিরোধে ইমাম দের মতবিনিময়
ধুনট বগুড়া থেকে মোঃ হেলাল উদ্দিন সরকারঃ বগুড়া জেলার ধুনটে কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে ইমাম দের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেখ রাসেল অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউণ্ডেশন বগুড়া ও ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন বগুড়া জেলা শাখার উপপরিচালক আজমল হক।
ধুনট উপজেলা ইমাম সমিতির সভাপতি আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন ধুনট শাখার ফিল্ড সুপারভাইজার মীর আরিফ, জোড় খালী মাদ্রাসার সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক,বাংলাদেশ মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক ইমরান মুরাদ আনোয়ার ও উপজেলার সকল মসজিদের ইমামবৃন্দ।
সভায় বক্তারা উপস্থিত ইমাম দের উদ্দেশ্য বলেন মসজিদে আগত মুসল্লীদের উদ্দেশ্য স্বাস্থ্য বিধি প্রতিপালন করে সালাত আদায়ে তাগিদ দিতে হবে।নিজে নিরাপদ থাকতে হবে মুসল্লীদের নিরাপদ রাখার চেষ্টা করতে হবে।