দর্শনপাড়া ইউপি চেয়ারম্যানের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
লিয়াকত রাজশাহী ব্যুরো: পবার দর্শনপাড়া ইউনিয়ন পরিষদ এলাকার ৯ টি ওয়ার্ডের ৪০০জন শীতার্ত দুস্থ্য পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান রাজ। এ সময়ে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রধানমন্ত্রী। তিনি সর্বদা জনগণের কথা ভাবেন।
জনগণ এই শীতে যেন কষ্ট না পায় তারজন্য জনপ্রতিনিধিদের পাশে থাকার আহবান জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় তিনি আজ মঙ্গলবার সকালে শীতার্থদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করেন।
তিনি আরো বলেন, এই ইউনিয়নের জনগনের সেবা করার জন্যই তিনি চেয়ারম্যান হয়েছেন। প্রতিটি জনগণ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে তারজন্য তিনি কাজ করে যাচ্ছেন। তঁার দৃঢ় নেতৃত্বে অত্র ইউনিয়নের উপযুক্ত প্রতিটি মানুষ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এসেছে। যারা বঁাকী বরয়েছেন তারাও দ্রুত সময়ে এই কার্যক্রমের আওতায় আসবে বলে জানান তিনি।
এছাড়াও রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নসহ নানাবিধ উন্নয়ন করে যাচ্ছেন বলে জানান তিনি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান চেয়ারম্যান। এসময়ে অত্র ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সদস্য, সংরক্ষিত নারী আসনের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।