ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১০:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুলাউড়ায় গৃহনির্মাণ কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 30, 2020 - 12:15 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 108 বার

সেলিম আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট: আশ্রয়নের অগ্রাধিকার শেখ হাসিনার উপহার” মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন, গৃহহীন পরিবারকে খাস জমি বন্দোবস্ত প্রদানের মাধ্যমে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় গৃহনির্মাণ কর্মকান্ড মঙ্গলবার (২৯ ডিসেম্বর বিকেলে) পরিদর্শন করলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় তিনি উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুরে নির্মিত ১২টি ঘরের কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ইউএনও, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীদের সাথে কথা বলেন।

এসময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামালসহ স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন কর্তৃক তালিকাভুক্ত ৪৪০ ভূমিহীন পরিবার রয়েছে। তার মধ্যে প্রাথমিক পর্যায়ে ১১০ ভূমিহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর এই উপহার।

উপজেলার ভাটেরা ইউনিয়নে ৪টি, জয়চন্ডীতে ৫টি, রাউৎগাঁওয়ে ১২টি, টিলাগাঁওয়ে ১৫টি, পৃথিমপাশায় ৩৫টি, শরীফপুরে ৩০টি ও হাজিপুরে ৯টি ভূমিহীন পরিবার পাচ্ছে এই ঘর। এর আগে কুলাউড়ায় ভূমিহীন, গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে উপকারভোগী নির্বাচন, গৃহনির্মাণ কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে গত ১২ নভেম্বর উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যদের সাথে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

সরেজমিন ঘরের কাজ দেখতে গেলে কথা হয় উপকারভোগী খাতেবুন বেগম (৫০) নামে এক মহিলার সাথে। তিনি জানান, প্রায় ৩০ বছর থেকে স্থানীয় চেরাগ আলীর বাড়িতে ১ মেয়েকে নিয়ে দুঃখে-কষ্টে বসবাস করছেন। কিন্তুু মুজিববর্ষ উপলক্ষে তার ভাগ্যে বদল হয়েছে। স্বপ্নের নতুন ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শেখের বেটি (শেখ হাসিনা) কারণে আমরা নতুন ঘর পাচ্ছি। কখনো স্বপ্নেও ভাবিনি একটি পাকা ঘর পাবো।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এই প্রতিবেদককে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর সেই অঙ্গিকারের ভিত্তিতে মৌলভীবাজারে যাদের ঘর নেই জমিও নেই এরকম ভূমিহীন ও গৃহহীন মানুষদের জন্য ১১২৬ টি ঘর নির্মিত হচ্ছে। তারমধ্যে কুলাউড়ায় ১১০টি ঘর রয়েছে। কাজের মান ও কাজের অগ্রগতি দেখতে সরেজমিন এসেছি। উপকারভোগীদের ক্ষেত্রে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা, সর্বোচ্চ পেশাদ্বারিত্ব ও আন্তরিকতা দিয়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধিদের অংশগ্রহণে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অগ্রাধিকার প্রকল্পের কাজটি বাস্তবায়ন করে যাচ্ছি। স্থানীয় উপকারভোগীদের সাথে কথা বলে জেনেছি তাঁরা এই ঘর পেয়ে খুবই সন্তোষ্ট ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী এই প্রতিবেদককে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে কুলাউড়ায় প্রাথমিকভাবে ১১০ ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ ঘর করে দেওয়া হচ্ছে।

ঘরের কাজ চলমান রয়েছে। আগামী জানুয়ারির ১৫ তারিখের মধ্যে শতভাগ কাজ সম্পন্ন হওয়ার পর উপকারভোগীদের কাছে ঘরগুলো হস্তান্তর করা হবে।