চিনিকল বন্ধের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন!
সাকিব হাসান চৌধুরী সাম্য, গাইবান্ধা জেলা প্রতিনিধি : মহিমাগঞ্জস্থ রংপুর সুগার মিল বন্ধ ও জনসভায় পুলিশি হামলার প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা সদর উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ে ওয়ার্কার্স পার্টি সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড এম.এ মতিন মোল্লা, মাসুদুর রহমান মাসুদ, জেলা নেতা অ্যাড. আশরাফ আলী, কামরুল ইসলাম, রত্না রাণী প্রমুখ।