সিরাজগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃসিরাজগঞ্জে করোনা ভাইরাসের গুজব, বিভ্রান্তি ও মৃতদেহের কাফন-দাফন শীর্ষক ইমামদের নিয়ে এক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনের জেলা প্রশাসক কার্যালয়ে লাইব্রেরির হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন , জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মহিউদ্দিন আহমেদ। প্রশিক্ষণে বক্তারা বলেন, করোনা বিষয়ে কোন গুজবে কান না দিয়ে এবং বিভ্রান্তি না ছড়িয়ে সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকল ইমামদের ভুমিকা পালন করতে হবে। তবেই আমরা করোনা প্রতিরোধ করতে পারবো।