ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৯:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সাপাহারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 30, 2020 - 5:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 124 বার

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান করা হয়েছে।

জানাযায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বলদিয়াঘাট এলাকায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুনে পুড়ে যায় কয়েকটি বাড়িঘরসহ আসবাবপত্র। এতে করে ক্ষতিগ্রস্ত হয় ওই গ্রামের এন্তাজুল, আকতারুল, জাকারিয়া, আজাহার আলী ও জিয়াউর রহমানের ৫ টি পরিবার। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা হিসেবে ৫০ কেজি করে চাল ও বস্ত্র সহায়তা হিসেবে ২ টি করে কম্বল মোট পাঁচটি পরিবারের মাঝে দেওয়া হয়।

এসময় পাতাড়ী ইউপি চেয়ারম্যান মুকুল মিয়া, ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।