ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

৯ ঘটনা অনশনে ভারতের কৃষক সংগঠনের নেতারা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 14, 2020 - 11:17 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 176 বার

আন্তর্জাতিক ডেক্স :  ৯ ঘণ্টার অনশনে বসছেন ভারতে বিক্ষোভরত কৃষক সংগঠনগুলোর নেতারা। আজ ১৪ই ডিসেম্বর সকাল থেকে আন্দোলন আরও জোরদার হবে বলে গতকাল রবিবার দিল্লির সিঙ্ঘু সীমানায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান কৃষক নেতা গুরনাম সিং চাঁদুনি। 

তিনি বলেছেন, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশন চলবে। নেতারা যে যেখানে আছেন, সেখানেই অনশন হবে। বিক্ষোভ যেমন চলছে তেমনই চলবে। পাশাপাশি জেলায় জেলায় বিজেপির সদর দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গতকাল সাফ জানিয়ে দিয়েছেন, কৃষকদের পাশে দাঁড়াতে তিনি আজ সোমবার অনশন করবেন। আম আদমি পার্টির কর্মী-সমর্থকদেও অনশন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

এছাড়া তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ঔদ্ধত্য ছেড়ে কৃষকদের দাবি মেনে নিক বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার।

পরে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। আম আদমি পার্টির দাবি, পৌরনিগমের অর্থ তছরুপের অভিযোগে রবিবার একদল বিজেপি কর্মী কেজরিওয়ালের বাড়িতে ঢুকে হামলা চালায়। সম্পত্তি নষ্ট, সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে ওই বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস