ভোট ডাকাতির কালো দিবস উপলক্ষে আলোচনা সভা ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ বাম গনতান্ত্রিক জোট কেন্দ্রীয় কমিটির ডাকে দেশব্যাপী কালো দিবস কর্মসুচি ঘোষনা করে তারই অংশ হিসাবে বুধবার বিকেল ৪টায় বাম জোট সিরাজগঞ্জ জেলা শাখার উদোগে বাসদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, বাম জোটের আহ্বায়ক কমরেড ইসমাইল হোসেন, আলোচনা করেন বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক কমরেড নব কুমার কর্মকার, সিপিবি নেতা সুলতান আহমদ , বাসদ নেতা আব্দুল মালেক প্রমুখ।
বক্তাগন বলেন সরকার গনতন্ত্রের বিজয় দিবস পালন করছে আর বি এন পি গনতন্ত্র হত্যা দিবস পালন করছে। কিন্তু এই দলগুলোর রাষ্ট্র ক্ষমতায় থাকা কালিন জনগনকে প্রতিদিন শোষন করছে, মুক্তিযুদ্ধের চেতনার সাথে প্রতিনিয়ত বিশ্বাস ঘাতকতা করেছে , দুই দলই গনতন্ত্রকে হত্যা করেছে, রাতের অন্ধকারে ভোট ডাকাতি করেছে ।
সুতরাং তাদের মুখে গনতন্ত্র শোভা পায়না। বক্তাগন চাল ডাল তেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো সহ পাটকল ও চিনিকল অবিলম্বে চালু করার দাবি জানান। এবং ভোট ডাকাতের সরকারকে পদত্যাগ করে, নিরপেক্ষ নিরর্বাচনের দাবি জানান।