ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মেয়র আনিছের পক্ষে মনোনয়নপত্র’ দাখিল করলেন পৌরবাসী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 30, 2020 - 8:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 68 বার

আরিফ রববানী, ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশাল’ পৌর নির্বাচেনে’ জনদাবীর প্রেক্ষিতে মেয়র পদে সতন্ত্র’ প্রার্থী’হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ত্রিশাল পৌরসভার দুইবারের নির্বাচিত জনপ্রিয় বর্তমান মেয়র ও তরুণ জনপ্রিয় রাজনীতিবিদ আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ। ৩০শে ডিসেম্বর বুধবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে মেয়র প্রার্থী আলহাজ্ব এ বি এম আনিছুজ্জামানে’র পক্ষে

পৌরসভার ০২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি’ আলহাজ্ব’ ফজলুল’ হক, মশিউর’ রহমান’ (দীপক ওস্তাদ) ও আলহাজ্ব’ শওকত’ আলী (লাভলু) সহ অধ্যাপক’ গোলাম’ মোস্তফা’ সরকার’ ,এনামুল’ হক , রফিকুল’ ইসলাম (বিএসসি), আজাহার’ বিএসসি ,মন্জুরুল’ ইসলাম’ সহ পৌরসভা’র গণ্যমান্য ব্যক্তিবর্গরা এই মনোনয়নপত্র’ দাখিল করেন।

ত্রিশাল পৌরসভা উন্নয়নের রূপকার’ হিসাবে যার সুনাম শুধু পৌরসভায় সীমা বদ্ধ নয় সারা উপজেলায় ছড়িয়ে গেছে। সকল দল মত নির্বিশেষে একটা কথায় আসে মেয়র আনিছ। তাই পৌরবাসীর মতামতের উপর নির্ভর করে আবারো স্বতন্ত্র প্রার্থী হিসাবেই পৌরবাসী মেয়র আনিছের মনোনয়নপত্র দাখিল’ করেন।

উল্লেখ্য যে, ত্রিশাল পৌরসভা নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারি, প্রত্যাহার ১০ জানুয়ারি এবং ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি। এদিকে বর্তমান মেয়র বিগত দুটি নির্বাচনে বিজয়ী হয়ে পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে ব্যাপক সুনাম অর্জন করায় আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আবারো মনোনয়ন পত্র জমা দেওয়ায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সকল পেশাশ্রেণীর ভোটারদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। একজন শক্তিশালী ও জনপ্রিয় প্রার্থী হিসাবে সর্বমহলের মাঝে আলোচিত হয়ে আছেন মেয়র আনিছ।