শ্রীমঙ্গল কিশোরী মেলায় পিঠা প্রদর্শন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত
মোঃইমরান হোসেন স্টাফ রিপোর্টার ঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পিঠা মেলার আয়োজন করা হয়। আজ বুধবার(৩০ ডিসেম্বর)বেলা ১১ ঘটিকা হইতে বিকেল ৩টা পর্যন্ত জেলা পরিষদ অডিটোরিয়াম শ্রীমঙ্গলে,সূচনা কিশোরী দলের সদস্যদের অংশগ্রহণে এবং কিশোরী দল সূচনার আয়োজনে ও শ্রীমঙ্গল মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের সহযোগিতায় কিশোরী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার’এর সভাপতিত্বে অনুষ্ঠানটি হয় এবং সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)প্রেম সাগর হাজরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত সহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা।
আয়োজিত কিশোরী সমাবেশে উপজেলার বিভিন্ন শ্রেনীর কিশোরীরা তাদের নিজ প্রতিভায় পরিবেশন করেন নানান ধরনের পিঠার ,নাচ, গান সহ নানান আয়োজন।