ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৮:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

করোনা আক্রান্ত হলেন নার্স যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নিয়েও

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 31, 2020 - 12:30 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 89 বার

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ ফাইজারের টিকা গ্রহণ করার এক সপ্তাহেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রে ৪৫ বছর বয়সী এক নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩০ ডিসেম্বর বুধবার এবিসি নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি নিউজ।

একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ এবিসি নিউজকে বলেছেন, এটা তেমন অনাকাঙ্ক্ষিত কিছু নয়। টিকা নেওয়ার পর প্রতিরোধ তৈরি হতে খানিকটা সময় লাগে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী ৪৫ বছর বয়সী ওই নার্সের নাম ম্যাথিউ ডব্লিউ। তিনি স্থানীয় দুটি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত। গত ১৮ ডিসেম্বর তিনি ফাইজারের টিকা গ্রহণ করেন।

ম্যাথিউ এবিসি নিউজকে বলেছেন, সে সময় একদিন তার বাহুতে যন্ত্রণা ছিল, তবে আর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না।

ঘটনার ৬ দিন পর ২৫ ডিসেম্বর বড়দিনে ম্যাথিউ হাসপাতালের কোভিড ইউনিটে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। তার ঠান্ডা লাগতে থাকে এবং পরবর্তীতে পেশির ব্যথা ও ক্লান্তি শুরু হয়।

এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার একদিন পর ম্যাথিউ একটি পরীক্ষাকেন্দ্রে গিয়ে কোভিড-১৯ পরীক্ষা করান এবং তার রিপোর্ট পজিটিভ আসে।

সান দিয়াগোর ফ্যামিলি হেলথ সেন্টারের একজন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ক্রিস্টিয়ান র‍্যামার্স অবশ্য একে তেমন অনাকাঙ্ক্ষিত মনে করছেন না। তিনি এবিসি নিউজকে বলেছেন, ‘আমরা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালগুলো থেকে জানি, শরীরে সুরক্ষার প্রক্রিয়া শুরু হতে ভ্যাকসিন প্রয়োগের পর থেকে ১০ থেকে ১৪ দিন সময় লাগে। আমরা মনে করি, প্রথম ডোজ আপনাকে ৫০ শতাংশ সুরক্ষা দেয়। দ্বিতীয় ডোজ নেওয়ার পর আপনার ৯৫ শতাংশ সুরক্ষা নিশ্চিত হয়।’