দলীয় মনোনয়ন দাখিল করলেন কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ
লিয়াকত রাজশাহী ব্যুরোঃ আগামী ৩০ জানুয়ারী রাজশাহীর কেশরহাট পৌরসভার নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন কেশরহাট পৌরসভার বর্তমান মেয়র শহিদুজ্জামান শহিদ। তিনি গতকাল বৃহস্পতিবার মোহনপুর নির্বাচন অফিসের দলীয় মনোনয়ন ফরম দালিখ করলেন। তিনি মেয়রই নন তিনি মোহনপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
মনোনয়ন বিষয়ে জানতে চাইলে মেয়র শহিদ বলেন, তিনি প্রায় একযুগ ধরে সফলতার সাথে মেয়রের দায়িত্ব পালন তরে আসেছন। তিনি পৌরসভার অনেক উন্নয়ন করেছেন। তঁার বিরুদ্ধে কোন প্রকার দুর্নীতির অভিযোগ নাই। এছাড়াও জনগনের সাথে রয়েছে তঁার সৌহার্দপূর্ণ সম্পর্ক । বংশানুক্রমে তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। ইতোমধ্যে তিনি ১০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ শেষ করেছেন এবং প্রায় কোটি টাকার কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, পৌরসভার জনগণ তঁাকে চান। পৌরবাসীর চাওয়া, নিজের কর্ম , সততা এবং আওয়ামী পরিবারের সন্তান হওয়ায় তিনি এবারও দলীয় মনোনয়ন পান। এ জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ দায়িত্বপ্র্প্ত সকলকে ধন্যবাদ জানান। এই পৌরসভাকে ‘ক’ শ্রেণিতে উন্নিত করে একটি মডেল পৌরসভায় পরিণত করতে আবার জনগণের দোয়া ভোট প্রার্থনা করেন। সেইসাথে নৌকায় ভাট প্রদান দেশের তথা অত্র পৌরসভার উন্নয়ন চলমান রাখার জন্য পৌরবাসীকে অনুরোধ করেন মেয়র।