ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ১:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পেকুয়ায় এক যুবকের উপর সন্ত্রাসী হামলা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 31, 2020 - 9:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 171 বার

পেকুয়া প্রতিনিধি ঃঃ কক্সবাজার  পেকুয়ায় পূর্ব শক্রতার জের ধরে হামলা চালিয়ে আনোয়ার কাদের লিটন (২৯) নামের এক ব্যক্তিকে আহত করে দৃর্বত্তরা।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়ের মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত লিটন একই ইউনিয়নের সরকারি ঘোনা এলাকার নুরুল আজিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী আশফাকুল ইসলাম বলেন, একই ইউনিয়নের মাতবর পাড়া এলাকার ইমতিয়াজ মোহাম্মদ নকিবের নেতৃত্বে শামিমা বেগম ও নাহিদা আক্তারসহ বহিরাগত বেশ কয়েকজন অতর্কিতভাবে আনোয়ার কাদের লিটনকে গতিরোধ করে উপর্যপুরী চুরিকাঘাত করে। এসময় তারা তাকে মাটিতে পেলে কিল ঘুষি লাথি মেরে প্রচন্ড আঘাত করে। তার আত্ম- চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসতে দেখলে হামলাকারীরা জোরজবরদস্তি করে তার পকেটে থাকা নগদ ৭০ হাজার টাকা ও এম আই নোট সেভেন মোবাইল যার আনুমানিক মূল্য ১৯ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, ঘটনার বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।