অধ্যাপক ড. মীজানুর রহমানের জন্মদিন
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি: আগামী কাল জানুয়ারি ১, ২০২১ অধ্যাপক ড. মীজানুর রহমান, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনার শুভ জন্মদিন। নতুন বছরে সৌভাগ্য বয়ে আনুক আপনার জন্মদিন ।
আপনাকে সশ্রদ্ধ ছালাম ।
এই দিনে মীজান ভাই আপনি আপনার রত্নগর্ভা মায়ের কোল আলো করে মীজান ভাই এই পৃথিবীতে এসেছিলেন।
কী আনন্দের সুবাতাস বইছিলো সেদিন রহমান পরিবার বাড়ীতে।
আপনি যুগ যুগ বেচে থাকবেন বাংলাদেশের মানুষের জন্য। এমন শুভ দিন
ফিরে আসুক বার বার জন্মদিনের ভালোবাসার আবেশ নিয়ে সকলের মাঝে।
প্রার্থনা করি, মীজান ভাই সুস্থ থাকবেন আমাদেরকেও ভালো রাখবেন ।
আজকে আপনি জন্মেছিলেন বলেই তো পেয়েছি আপনাকে ভাই বা বন্ধু হিসেবে। আপনার সারাটা জীবন সুখে কাটুক মীজান ভাই -আমায় ভাই বা বন্ধু ডাকা অটুট থাকুক ….
সব সময় সারা জীবন।
শুভ জন্মদিন জয়হোক। দোয়াকরি ভালো থাকবেন।