ভাইস চেয়ারম্যান মিতালী দত্তের শুভেচ্ছা বার্তা শ্রীমঙ্গল বাসীকে
মোঃ ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার : ইংরেজী নববর্ষ ২০২১ উপলক্ষে শ্রীমঙ্গলবাসীকে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনাকাল বিষাদময় বছর ২০২০ বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে ।
দিগন্তজুড়ে সম্ভাবনার আলো নিয়ে রাতের আঁধার কেটে নতুন সূর্য উদিত হবে। সেই সূর্যই হোক নব দিগন্তে আশার প্রজ্বলন। স্বজন হারানোর ব্যাথা আর করোনার আঘাতে জর্জরিত বিশ্ব ব্যবস্থায় পূনরায় ফিরে আসুক স্বাভাবিক জীবন যাত্রা। এটিই আমাদের প্রত্যাশা। আসছে আমিন মিতালী দত্ত আরো বলেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। মহান স্বাধীনতার সূবর্ন জয়ন্তীর সন্ধিক্ষনে দাড়িয়ে করোনামুক্ত হয়ে উঠুক নশ্বর পৃথীবি। এটিই প্রত্যাশা। তিনি বলেন, নতুন বছর হোক করোনা মুক্তির এবং ২০২১ হোক সমৃদ্ধির। সবাইকে ইংরেজ নব বর্ষের শুভেচ্ছা।