ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:৩৭ অপরাহ্ন

কালিয়াকৈরে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 14, 2020 - 5:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 123 বার

শাহআলম সরকার কালিয়াকৈর : ইতিহাসের একটি বরর্বোচিত কালো অধ্যায় ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর। মুক্তিযোদ্ধে বিজয়ের কাছাকাছি সময় বাংলার মাটিতে জন্ম নেয়া আল-শামস, আল-বদর, দেশদ্রহী কিছু রাজাকার বিজয়ের পূর্বের মূহুর্তে বিশ^বিদ্যালয়ের উপচার্য, শিক্ষাবিদ, চিন্তাবিদ, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, আরো অনেক বুদ্ধিজীবিদের নির্মমভাবে একের পর এক হত্যা করা হয়।

স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভের পর থেকে ১৪ ডিসেম্বরকে সম্মানের সাথে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়। সেই আলোকে ধারণ করে সারাদেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈরে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সাহাব উদ্দিন, মৌচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, কালিয়াকৈর প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীমসহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা বৃন্দ। আলোচনা সভার শুরুতে ১৯৭১ সালে ১৪ ডিসেম্বরে যারা শহিদ হয়েছিলেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।