মার্কিন কংগ্রেসে ট্রাম্পের ভেটো অগ্রাহ্য
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ প্রতিরক্ষা ব্যয় সংক্রান্ত বিলে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ভেটোকে অগ্রাহ্য করেছে মার্কিন কংগ্রেস। ট্রাম্পের শাসনামলে কোনো বিলে তার ভেটোকে অগ্রাহ্য করার ঘটনা প্রথম ঘটল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেটের নববর্ষের দিন অধিবেশন হয়, যা একেবারেই ব্যতিক্রম। এর আগে হাউজ অব রিপ্রেজেন্টিভে চলতি বছরের জন্য মার্কিন প্রতিরক্ষা বিল উত্থাপিত হয়। চলতি বছরের জন্য মার্কিন প্রতিরক্ষা খাতে ৭৪০ বিলিয়ন ডলার ব্যয় ধরা হয়েছে। এর বিরোধিতা করে ডোনাল্ড ট্রাম্প তার কার্যালয় ত্যাগ করেছিলেন।
গত শুক্রবার সিনেট অধিবেশনে জাতীয় নিরাপত্তা কর্তৃপক্ষ বিলের (এনডিএএ) পক্ষে ৮১ ভোট পড়ে, বিপক্ষে পড়ে মাত্র ১৩ ভোট। অর্থাৎ দুই-তৃতীয়াংশ ভোটে ট্রাম্পের ভেটো প্রত্যাখ্যান হয়।
ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান, ইউরোপ ও বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়টিকে রাজনৈতিক ইস্যু করেছেন। নতুন বিলে বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি থেকে সৈন্য সংখ্যা প্রত্যাহারের সংখ্যা নির্ধারণ করে দেওয়ার বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়টিকে ‘বাজে নীতি’ ও ‘অসংবিধানিক’ বলে অভিহিত করেছেন ট্রাম্প।