কুয়েত বিএনপির সম্মেলন জল্পনা কল্পনার অবসান-মাহফুজ সভাপতি,এনাম সম্পাদক নির্বাচিত
মোঃ বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃমধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশীদের বসবাস দীর্ঘ দিন কয়েক অংশে বিভক্ত বাংলাদেশের প্রভাব শালী রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল (বিএনপি)
দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা,জলপ্না-কলপ্নার অবশান নতুন বছরের ১লা জানুয়ারি ২০২১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েতের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে । কাউন্সিল অধিবেশনে ৫টি পদের জন্য ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় লড়াই করেছেন ।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন কুয়েত বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব শওকত আলী। আহবায়ক কমিটির সদস্য আল-আমিন চৌধুরী স্বপন ও আশফাকুল হক সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সভাপতি পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় মাহফুজুর রহমান মাহফুজ ৪২ ভোট ও মঈন উদ্দিন মাঈন ৩৪ ভোট পেয়েছেন।
সিনিয়র সহসভাপতি পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা শফিকুল ইসলাম শফিক ৩৪ ও আব্দুল কাদের মোল্লা ৪২ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আক্তারুজ্জামান শামস্ ৩৩ ও আবুল হাশেম এনাম ৪৩ ভোট পেয়েছেন।
যুগ্ম সম্পাদক পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়
হাবিবুল হাসান আল-আমিন ৩২ ও আজিজ উদ্দিন মিন্টু ৪৪ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় শেখ মোস্তফা কামাল ৪২ ও আবদুল কাদের ৩৪ ভোট পেয়েছেন।
ফলাফলে জনাব মাহফুজুর রহমান মাহফুজ সভাপতি, আবুল হাশেম এনাম সাধারণ সম্পাদক, মোস্তফা কামাল শেখ সাংগঠনিক সম্পাদক, আব্দুল কাদের মোল্লা সিনিয়র সহসভাপতি ও আজিজ উদ্দিন মিন্টুকে যুগ্ম সম্পাদক নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচিত নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা।