কালিয়াকৈরে মাদ্রাসায় গোপনে জামাত-শিবিরের মিটিং,
জঙ্গী সক্রিয়তা এড়াতে প্রতিষ্ঠানে তালা শাহ্আলম সরকার কালিয়াকৈর প্রতিনিধি ঃঃ গাজীপুরের কালিয়াকৈরে মাদ্রাসার নামে জামাত-শিবিরের জঙ্গী তৎফরতা সক্রিয় হওয়ার সন্দেহে উদ্বোধনের পর পরই প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় লোকজন। ঘটনাটি ঘটেছে উপজেলা বাড়ই-পাড়া হিজলহাটি ফার্মবাজার এলাকায় শুক্রবার রাতে।
এলাকাবাসী ও ইউপি পরিষদ সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুমোদন বিহীন কালিয়াকৈর উপজেলা বাড়ইপাড়া হিজলহাটি ফার্ম বাজার এলাকায় তা’লীমুল কুরআন নূরানী একাডেমী মাদ্রাসা করেছে জামাত-শিবিরের নেতাকমর্ীরা। এরপর তারা গোপনে ওই প্রতিষ্ঠানে চট্র্গ্রাম ও বিভিন্ন এলাকার জামাত-শিবির পন্থি ১২ জন নিয়োগ দেন। পরে গোপনে তারা নাসার্রী হতে তৃতীয় শ্রেনী পর্যন্ত ভর্তি কার্যক্রম চালিয়ে আসছেন। ইতিমধ্যে ওই প্রতিষ্ঠানের ভিতরে তারা বিভিন্ন সময় গোপন মিটিং করে থাকে। গত শুক্রবার রাত ৮টার দিকে স্থানীয় লোকজন কাউকে না জানিয়ে গোপনে গাজীপুর জেলা জামায়াত ইসলামের কর্ম পরিষদের সদস্য ও সাবেক কালিয়াকৈর উপজেলা জামায়াত ইসলামের আমির মো. সফি উদ্দিনকে দিয়ে ওই মাদ্রাসাটি উদ্বোধন করানো হয়। গোপনে উদ্বোধন করার বিষয়টি ছড়িয়ে পড়লে মাদ্রাসার নামে জামাত-শিবিরের জঙ্গী তৎফরতা সক্রিয় হওয়ার সন্দেহের আশঙ্কা করে স্থানীয় লোকজন।
পরে তারা ওই মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়ে স্থানীয় আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা অলুকে অবগত করে। এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যান ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের মধ্যে জামায়াত ইসলামের কালিয়াকৈর উপজেলা পশ্চিম শাখার সদস্য শহিদুল ইসলামকে ডেকে পাঠান। পরে তাকে বাকী প্রতিষ্ঠাতাদের ডেকে স্থানীয় লোকজনের সাথে বসে মাদ্রাসাটি জঙ্গী তৎফরতার জন্য করা হয়েছে কিনা তা পরিষ্কার করতে বলেন ওই ইউপি চেয়ারম্যান।
অভিযুক্ত জামায়াত ইসলামের কালিয়াকৈর উপজেলা পশ্চিম শাখার সদস্য শহিদুল ইসলাম জানান, ১২জন মিলে ওই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছি। এটা কোন জঙ্গী তৎফরতার জন্য করা হয়নি। ওই ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের না জানিয়ে উদ্বোধন করায় তারা মাদ্রাসাটিতে তালা ঝুলিয়ে দিয়েছেন এবং আমাকে ডেকে লাঞ্চিত করেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা অলু জানান, স্থানীয় লোকজন কাউকে না জানিয়ে ওই মাদ্রাসা করেছে জামাত-শিবিরের লোকজন। পরে তারা বিভিন্ন সময় সেখানে রাতের আঁধারে গোপন মিটিং করে। ফলে জঙ্গী তৎফরতা সক্রিয় হওয়ার সন্দেহ হলে এলাকার লোকজন ওই প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন। তবে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
গাজীপুর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব ফালাক উদ্দিন মৃধা জানান, কিছু দিন ধরে জামাত-শিবিরের লোকজন এখানে মাদ্রাসা করেছে। সেখানে বসে মাদ্রাসার নামে জামাত-শিবিরের লোকজন সরকারের বিরুদ্ধে নানা পরিকল্পনা করছে, এমন সন্দেহ হলে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানিয়ে সেখানে তালা ঝুলিয়ে দিয়েছে এলাকাবাসী।
কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকতার্ কাজী হাফিজুল আমিন জানান, এ বিষয়ে মৌখিকভাবে স্থানীয় ইউপি চেয়ারমান আমাকে জানিয়েছেন। পরে বিষয়টি পুলিশকে তদন্ত করে ব্যবস্থা করার জন্য বলা হয়েছে।