ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ১:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে ফুলবাড়িয়ায় বীর মুক্তিযুদ্ধা বাবুল 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 2, 2021 - 7:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 89 বার

আরিফ রববানী, ( ময়মনসিংহ )ঃ জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল বলেছেন- জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্র নায়ক, প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মান করতে হলে সকল দ্বিধা দ্বন্দ্ব ভূলে পল্লীবন্ধুর হাতে গড়া সংগঠন জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে।

তিনি বলেন-জাতীয় পার্টি সাধারণ মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়নের সংগঠন। সমাজের লাঞ্চিত বঞ্চিত ও নির্যাতিত মানুষের পাশে দাড়ানোর লক্ষ নিয়েই পল্লীবন্ধু এই জাতীয় পার্টিকে ১৯৮৬ সালের ১ জানুয়ারী প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি গত ১লা জানুয়ারি বিকালে দেশের জনকল্যাণে প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠন জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ফুলবাড়ীয়া পশ্চিম বাজারে ফুলবাড়ীয়া উপজেলা জাপা আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর পতাকা উত্তোলন, কেক্ কাটা,আলোচনা সভা, দোয়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব নাজমুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন কর্মসুচীর আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে পল্লীবন্ধুর আদর্শবুকে ধারণ করে আগামী দিনে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে জাতীয় পার্টির নেতাকর্মীদের কে দ্বিধা-দ্বন্ধ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
জাপা নেতা নাসরীদ ইসমাইল এর সঞ্চালনায়
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান বিএসসি, শাহজাহান কবীর,মাওলানা আশরাফ সিদ্দিীক,এড. সামছুল হক,ডা: আ: সালাম,এডভোকেট হাবিবুর রহমান হাবিবুল্লাহ, ফুলবাড়ীয়া জাতীয় স্বেচ্ছায় সেবক পার্টির সভাপতি মো:তোফাজ্জল হোসেন তোতা, বীর মুক্তিযোদ্বা ফজলুল হক,ফুলবাড়ীয়া পল্লীবন্ধু পরিষদের আহ্বায়ক আ: খালেক,সদস্য সচিব আ:লতিফ,আজগর আলী,শ্রমিক নেতা সামছুল হক,মো: কামাল হোসেন,মো:লাল মিয়া মেম্বার, ইন্জি: সাদবিন রহমান আকাশ,তাইফুর রহমান কাফি,আজগর আর্মী,দুলাল মেম্বার,হযরত আলী,মুক্তিযোদ্বা জামাল উদ্দীন, মোখলেছুর রহমান,মৌলানা সাইফুল ইসলাম বেলালী , মুকুল, রীপন, জালাল রুমী, হাবিবুল্লাহ,ডা: তোতা,রাকিবুল ইসলাম রাকিব, সেকান্দর আলী,মোস্তফা,তাজুল ইসলাম,ফজর আলী,মিন্টু, নাসির,পলক, আশেকে রসুল পবন,জাহাংগীর,উপজেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । এর আগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে পল্লীবন্ধুর রুহের মাগফিরাত কামনায়,মুক্তিযুদ্বে সকল শহীদ দের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম বেলালী।পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন শুরু করেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বি এস সি এর সভাপতিত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে গান পরিবেশন করেন শিল্পী তিসা,জাপা নেতা আব্দুল খালেক,মোহাম্মদ আলী,নাসরীদ ইসমাইল, কাফি এবং প্রধান অতিথি বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুল।