ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৪২ অপরাহ্ন

সোনারগাঁয়ে কনকা ইলেকট্রনিক্স কারখানায় আগুন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 3, 2021 - 3:40 pm
  • পঠিত হয়েছে: 83 বার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার কনকা ইলেকট্রনিক্স নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

আজ রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার পুরান টিপুরদী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, সকালে কাজে যোগদান করার পরই হঠাৎ করে আগুন লাগে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছি। তবে প্রধান ফটক নির্মাণাধীন থাকায় ভেতরে প্রবেশে বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে চলছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।