ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৫৯ অপরাহ্ন

কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুতে সাহিত্য অঙ্গণে যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 3, 2021 - 11:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 103 বার

প্রেস বিজ্ঞপ্তি :  প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

রাবেয়া খাতুন (৮৬) আজ বিকেলে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৩রা জানুয়ারী)বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘ কর্মময় জীবনে রাবেয়া খাতুন সাহিত্যের সকল শাখায় সফলভাবে বিচরণ করেছেন। উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথাসহ চলচ্চিত্র ও নাট্যজগতেও বিচরণ রাবেয়া খাতুনের।

তিনি আরও বলেন,কথা সাহিত্যে অনবদ্য অবদানের জন্য দেশ বরেণ্য সাহিত্যিক রাবেয়া খাতুন স্বাধীনতা পুরুষ্কার,একুশে পদক ও বাংলা একাডেমিসহ অসংখ্য পুরুষ্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।তাঁর মৃত্যুতে সাহিত্য অঙ্গণে যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।নতুন প্রজন্মের কাছে তাঁর অবদান অনুসরণীয় হয়ে থাকবে।

বিরোধীদলীয় নেতা মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক – সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।