ডিআইজি মিজানসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ
মোঃ নাসির, বিশেষ প্রতিনিধিঃ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাময়িক বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানসহ চার জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আরো দুজন। সাক্ষীরা হলেন, ডেপুটি কর কমিশনার আয়েশা সিদ্দিকী ও দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।
রোববার এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন সাক্ষীরা হাজির হয়ে সাক্ষ্য প্রদান করেন। ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ আসিফুজ্জামান সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন। এরপর আসামি পক্ষের আইনজীবীরা তাদেরকে জেরা করেন। এদিন তাদের জেরা শেষ হওয়ায় আগামী ১৯ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের নতুন এ তারিখ ধার্য করেন আদালত। এ নিয়ে মামলায় ৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।
মামলায় ডিআইজি মিজান এবং মাহমুদুল হাসান কারাগারে রয়েছেন। এদিন তাদের আদালতে হাজির করা হয়। মামলাটিতে ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার ওরফে রত্মা রহমান, ছোট ভাই মাহবুবুর রহমান পলাতক রয়েছেন।
এর আগে গত বছরের ২৪ জুন ৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে মিজানসহ চার জনের বিরুদ্ধে দুদকের পরিচালক মনজুর মোরশেদ বাদী হয়ে মামলা করেন।