ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিরিয়ায় বাসে হামলায় নিহত ১৫

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 5, 2021 - 1:00 pm
  • পঠিত হয়েছে: 170 বার

নবোদয় ডেস্ক : সিরিয়ায় একটি বাসে হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই সিরিয়ার সরকারি বাহিনীর সেনা।

গতকাল সোমবার যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’র দাবি, এই হামলায় সরকারি বাহিনীর ৮ সেনা, তাদের মিত্র হিসেবে পরিচিত ৪ যোদ্ধা এবং ৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সংস্থাটি জানায়, সিরিয়ার বাহিনীর একটি বাস লক্ষ্য করে গত রোববার রাতে অতর্কিত এ হামলা চালানো হয়।

তবে এই হামলা প্রসঙ্গে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ‘সন্ত্রাসী হামলায়’ ৯ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক।

এদিকে সিরিয়ায় এই হামলার দায় এখনো কেউ স্বীকার না করলেও সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলা চালিয়েছে।

সিরিয়ায় সাম্প্রতিক সময়ের হামলা প্রসঙ্গে বিশ্লেষক আয়মেন আল-তামিনি বলেন, সীমান্তবর্তী এলাকা থেকে আইএসকে যে হটিয়ে দেওয়া কঠিন, তা এসব হামলা মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে।

২০১১ সালে সিরিয়া গৃহযুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ৩ লাখ ৮৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এ ছাড়া লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া ২০২০ সালেই নিহত হয়েছে প্রায় ৭ হাজার মানুষ।