ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সোনাহাট স্থলবন্দরে একদিনের ধর্মঘট পালন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 5, 2021 - 4:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 142 বার

মেজবাহ উদ্দিন, কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থল বন্দরে আমদানি রফতানি কারক সমিতির (সিএন্ডএফ এজেন্ট) সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোনাহাট স্থল বন্দরে একদিনের ধর্মঘট পালন করছে আমদানি রফতানি কারক সমিতি। ফলে সোনাহাট স্থল বন্দরের আমদানি-রফতানিসহ সমিতির যাবতীয় কার্যক্রম বন্ধ রয়েছে।

স্থানীয় সুত্রে জানাগেছে, গত ৩ জানুয়ারী (রোববার) বিকেলে উপজেলার ২ নং শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই মাদরাসা মাঠে ৯ নম্বর ওয়ার্ড (উত্তর তিলাই গ্রাম) কাউন্সিল সম্পন্ন করতে যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ মুকুল চৌধুরী, যুগ্ন সম্পাদক সাইফুর রহমান, যুগ্ম সম্পাদক ও স্থলবন্দরের সিএন্ডএফ সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল সহ মোট ৫ জন।

তাঁরা শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারের কাছাকাছি পৌঁছলে ওই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি আলতাফ হোসেনের নেতৃত্বে তার সমর্থকরা কাউন্সিল সম্পন্ন করতে যাওয়া ব্যক্তিদের বহনকারী গাড়ি আটকিয়ে তাদেরকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে।

এ ঘটনায় ১৩ জনকে আসামী করে রোববার রাতেই থানায় একটি মামলা দায়ে করা হয়। অপর দিকে উপজেলা আওয়ামিলীগের এক জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক ওই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিসহ ৫ জনকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

সোমবার ভূরুঙ্গামারী থানা পুলিশ ১ আসামিকে আটক করে। বাকি আসামিদের আটক করে দ্রূত আইনের আওতায় আনার দাবীতে এক দিনের ধর্মঘট পালন করছে স্থলবন্দর আমদানি-রফতানি কারক সমিতি।

সিএন্ডএফ এসোসিয়েশন সম্পাদক ও নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান জানান, সিএন্ডএফ সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অপর আসামিদের গ্রেফতারের দাবীতে এই ধর্মঘট পালিত হচ্ছে।

সোনাহাট স্থলবন্দর কর্তপক্ষের এডি মোঃ গিয়াস উদ্দিন জানান, আজ মঙ্গলবার স্থলবন্দরে ধর্মঘট পালিত হচ্ছে। তাই আমদানি-রফতানি বন্ধ রয়েছে।