ময়মনসিংহে ডিবি’র হাতে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার।। ইয়াবা ও হেরোইন উদ্ধা
আরিফ রববানী, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নিকট থেকে দেড়শত পিস ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসাবে ডিবির এসআই মনিরুজ্জামান সংগীয় অফিসার র্ফোসসহ সোমবার তারাকান্দার গোয়াতলা শশার বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দেড়শত পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, গোয়াতলা মধ্যপাড়ার আশরাফুল মিয়া, আল-আমীন ও মোজাম্মেল হক। এছাড়া এসআই সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ হালুয়াঘাটের ধারা বাজার থেকে ৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী সেলিমকে গ্রেফতার করে। সে মাজিয়েল গ্রামের আঃ খালেকের ছেলে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।