ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৫৯ অপরাহ্ন

ইংলিশদের কোচ হতে চান কিংবদন্তি অ্যামব্রোস

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 6, 2021 - 3:04 pm
  • পঠিত হয়েছে: 116 বার

নবোদয় ডেস্ক : ইংল্যান্ড ক্রিকেট দলের কোচিং পদে আবেদন করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোস। প্রায় তিন সপ্তাহ আগে বিভিন্ন কোচের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেটি দেখেই এলিট পেস বোলিং কোচে আবেদন করেছেন অ্যামব্রোস।

বোলিং কোচের দায়িত্ব পেলে অ্যামব্রোস কাজ করবেন ইংল্যান্ডের উঠতি পেসারদের নিয়ে। যাদেরকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করার কাজটিই করতে হবে অ্যামব্রোসকে। সময়ভেদে সিনিয়র দল এবং ‘এ’ দলের সঙ্গে বিভিন্ন সফরে থাকতে হবে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এ পেসারকে।

এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং কোচিং হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অ্যামব্রোসের। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের বোলিং কোচ ছিলেন অ্যামব্রোস। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ক্রিকেটে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সেও ছিলেন তিন বছর।

স্বল্প কথার মানুষ হিসেবে বিশেষ পরিচিত রয়েছে অ্যামব্রোসের। তবে সাম্প্রতিক সময়ে বিশেষজ্ঞ হিসেবে সংবাদমাধ্যমে নানান বিষয়ে নিজের মতামত দিয়ে আসছেন তিনি। এছাড়া একটি গানের ব্যান্ডের সঙ্গেও যুক্ত আছেন টেস্ট ইতিহাসে ৪০০ উইকেট নেয়া পেসারদের মধ্যে সবচেয়ে কম গড় সমৃদ্ধ এ পেসার।

গত ১৭ ডিসেম্বর তিনটি কোচিং পদের বিজ্ঞপ্তি দিয়েছে ইসিবি। যেখানে এলিট পেস বোলিং কোচ ছাড়াও, এলিট স্পিন বোলিং কোচ এবং এলিট ব্যাটিং কোচ নেয়া হবে। আগামী ১০ জানুয়ারি ইংল্যান্ড সময় বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

এলিট পেস বোলিং কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন গ্লুস্টারশায়ার ও সাসেক্সের সুইং বোলার জন লুইস। ইংল্যান্ডের পেসার জোফরা আর্চারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে লুইসের। তবে এখন অ্যামব্রোস একই পদে আবেদন করায় লুইসের নিয়োগ সহজ হবে না।

কেননা ইংল্যান্ডের পরবর্তী অ্যাশেজ সফরে বিশেষ কার্যকরী ভূমিকা রাখতে পারেন অ্যামবোস। অস্ট্রেলিয়ার মাটিতে ১৪ টেস্টে মাত্র ১৯.৭৯ গড়ে ৭৮ উইকেট রয়েছে অ্যামব্রোসের। এর মধ্যে ১৯৯২-৯৩ মৌসুমে পার্থে এক ইনিংসে নিয়েছিলেন ৭ উইকেট। সেই ম্যাচে ব্যাটসম্যানদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছিলেন অ্যামব্রোস।