ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ট্রাম্পকে পেন্স বাইডেনের জয় ঠেকাতে পারব না

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 6, 2021 - 8:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 88 বার

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার হুমকি সত্ত্বেও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ভদ্রভাবে ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন, তিনি বাইডেনের জয় ঠেকাতে পারবেন না। সে ক্ষমতাও তার হাতে নেই।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, বাইডেনকে জয়ী ঘোষণা করলে তা পেন্সের জন্য রাজনৈতিকভাবে শুভ কিছু বয়ে আনবে না। ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় ৫ জানুয়ারি মঙ্গলবার পেন্স এ কথা জানান।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ওপর দায়িত্ব অর্পিত হয়েছে ইলেকটোরাল কলেজ ভোট গণনার পর তিনি নবনির্বাচিত জো বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করবেন। বাইডেনের জয়কে আনুষ্ঠানিকভাবে সার্টিফাই করবেন।

২০২০ সালের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে হেরে যান ট্রাম্প। তবে এখনো তিনি তা মেনে নেননি। তার দাবি, নির্বাচনে কারচুপি হয়েছে। বিজয়ী জো বাইডেনকে স্বীকৃতি দিতে আজ ৬ জানুয়ারি বুধবার বসতে যাচ্ছেন দেশটির আইনপ্রণেতারা।